নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ সেপ্টেম্বর: শাসক দলকে ফের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের। শুক্রবার কলকাতায় শাসক দলকে সেন্টিমিটারে বুঝে নেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, আর মাত্র কয়েক মাস। তারপরেই তৃণমূলের সব হিংসার জবাব দেবে বিজেপি। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ইঞ্চিতে নয়, সেন্টিমিটারে বুঝে নেব।

প্রসঙ্গত, বিগত লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ইঞ্চিতে, ইঞ্চিতে বুঝে নেব। তারই পাল্টা এদিন গান্ধীমূর্তির সসমনে দিলীপ ঘোষ একথা বলেন। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র নেই। শাসক দলের হিংসায় বিজেপি কর্মীদের প্রাণ যাচ্ছে। যেখানে বিজেপি কর্মীরা হিংসার জবাব দিচ্ছে সেখানে পুলিশ অতিসক্রিয়। বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। কিছু কিছু সময় থানার লকআপে বিরোধী রাজনৈতিক কর্মীদের মৃত্যু হচ্ছে। এভাবে বেশিদিন চলতে পারে না।
তৃণমূলের অগণতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে বিজেপি লড়াই করবে। লড়াই করেই বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। তারপরেই একদিন সব হিসেবের জাবাব দেওয়া হবে বলে জানান দিলীপ ঘোষ। আজ গান্ধীমূর্তির পাদদেশে গণতন্ত্র রক্ষার দাবিতে অবস্থানে বসেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। তাদের সঙ্গে অবস্থানে বসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।


