জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: বুধবার খড়গপুরের বাংলোতে এসে রাজ্যের করোনা পরিস্থিতি, লকডাউন এবং বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি ও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। ভগবান রামের পুজো করার ক্ষেত্রেও রেহাই পাচ্ছেন না বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রশান্ত কিশোর টাকার ব্যাগ নিয়ে ঘুরছে সেই টাকা দিয়ে এবং গাঁজা পাচার ইত্যাদি মিথ্যে মামলায় ফাঁসিয়ে কিছু বিজেপি কর্মীকে তারা দলভুক্ত করছেন। প্রশান্ত কিশোরের লোকজন বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং টাকা ও চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন এ খবর ওইসব নেতাকর্মীরা তাকে জানিয়েছেন। কিন্তু তার চেয়ে অনেক বেশি তৃণমূল কর্মী বিজেপি দলে যোগ দিচ্ছেন।
ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগে মাস্টারপ্ল্যানের ইস্যু সামনে রেখে ভোট নিয়েছে তৃণমূল। কিন্তু সেই ইস্যু আর কাজ করবে না। গত লোকসভা নির্বাচনে ঘাটালে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। আগামী দিনে আরো পরিবর্তন হবে। রাজ্যের করোনা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার ধরেই নিয়েছে করোনা আর নিয়ন্ত্রণ করা যাবে না। তাই ভগবানের উপর ছেড়ে দিয়েছে কপালে যা আছে তাই হবে বলে।
এ প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুতেই কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে রাজ্যে ফল উল্টো হয়েছে। নিজেদের মতো করে লকডাউন করতে গিয়ে রাজ্যের মানুষের কোনো লাভ হচ্ছে না। বিরোধীদের বিক্ষোভ অভিযোগ থামানোর জন্য এখানে লকডাউন করা হচ্ছে। বুধবার খড়গপুরে আইআইটির একটা বৈঠকে যোগ দিতে এসে তার বাংলোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার এই বক্তব্য রাখেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্যের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

