আমাদের ভারত, কলকাতা, ২০ ফেব্রুয়ারি: পুরভোটের পরীক্ষা বিজেপি নয়, তৃণমূল দিতে চাইছে না বলে ফিরাদ হাকিমকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, এদিন নিউটাউনে রাজ্যের পুরমন্ত্রী বলেছেন পুরভোটের পরীক্ষার জন্য তৃণমূল তৈরি। বিজেপি তৈরি না বলেই বার বার ভোট পিছিয়ে দেবার চেষ্টা করছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল পরীক্ষা দিতে ভয় পায়। তাই বিগত একবছর ধরে রাজ্যের ১৭ টি পুরসভায় ভোট করায়নি। যদি পরীক্ষায় বসার ইচ্ছে থাকতো তাহলে একবছর ধরে ১৭ টি পুরসভায় কেন ভোট করায়নি। এই প্রশ্ন তুলেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি।
তবে পুরভোটের জন্য বিজেপি তৈরি বলে জানান দিলীপ ঘোষ। পরীক্ষার সময়ে প্রচার করতে পারবে না বিজেপি। আর শাসক দল তা ভালো করেই জানে। তাই ইচ্ছে করেই এপ্রিলে পুরভোট করতে চাইছে রাজ্য। কিন্তু বিজেপি সবকিছুর জন্যই তৈরি। পুরভোটে বিজেপি তার সর্বশক্তি দিয়ে লড়াই করবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। আর শান্তিপূর্ণ ভোট হওয়াটা পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভর করবে। তাই যদি মানুষের রায় নিতে চায় তাহলে কোনও অশান্তি হবে না। আর যদি নিতে না চায় তাহলে অশান্তি হবে বলে জানান দিলীপ ঘোষ।