আমাদের ভারত, তমলুক, ১৬ ফেব্রুয়ারি: যে ভাইয়ের জন্য দিদি কালীঘাটে পুজো দিলেন সে ভাই শপথ গ্রহণের সময় দিদিকে ভুলে গেলেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজেপির এক সাংগঠনিক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দিল্লিতে আপ জেতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপবাস করলেন পুজো দিলেন কিন্তু সে জিতে যাওয়ার পরে দিদিকে ভুলে গেলেন। দিলীপ ঘোষ বলেন, যাদের নেতৃত্বে দিদি সর্বভারতীয় নেত্রী হতে চাইছেন তারাই এখন দিদিকে পাত্তা দিচ্ছে না। মেট্রোরেল উদ্বোধনের সময় তিনি আমন্ত্রণ না পেয়ে যে কষ্ট পেয়েছেন দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে তার থেকে বেশি কষ্ট পেয়েছেন। রেলের উদ্বোধনের সময় ডাকা হয়নি বলে মুখ্যমন্ত্রী চোখের জল ফেলেছিলেন। কেজরিওয়াল না ঢাকায় এবার উনি কি করবেন তা তিনি নিজেই ঠিক করুন।
রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্কের বিষয়ে দিলীপ ঘোষ বলেন, এটা অত্যন্ত ভালো খবর। এতে রাজ্যের উন্নয়ন বেশি হবে। সংবিধান না মেনে রাজ্যপালকে অপমান করা খুবই দুঃখজনক বিষয় বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।