আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ জানুয়ারি: সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার নবগ্রামে বিজেপির পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়। সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের প্রত্যকটি মানুষ নিজেকে প্রতারিত ও বঞ্চিত মনে করছে। আজ স্কুলের শিক্ষকরা আন্দোলন করছে বেতন বৃদ্ধি দাবিতে। পশ্চিমবঙ্গে কোনও কর্মসংস্থান নেই। তাই ভিন রাজ্যে কাজ করছেন। মুখ্যমন্ত্রী বলছেন, পশ্চিমবঙ্গকে গুজরাট করতে দেবেন না, আর এখানকার ছেলেদের গুজরাট যেতে হচ্ছে কাজের জন্য। বিজেপি এলে কাওকে গুজরাট যেতে হবে না।
আজ সিভিক ভলান্টিয়াররা থানা পরিচালনা করছেন। আজ সবাই আধপেটা খেয়ে রয়েছে, শুধু ভাইপো বাদ দিয়ে। গ্রামে গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যেদের বাড়ি তৈরি হচ্ছে। সিপিএমের থেকেও এই তৃণমূল আরও খারাপ। “ইনক্লাব জিন্দাবাদ, তৃণমূল খাবে আর বাকি সবাই বাদ।” দিদি জয় শ্রীরাম ধ্বনি শুনেই রেগে যাচ্ছেন। দিদি খেপে লাল হয়ে যাচ্ছেন, এখন দিদিমণি ভয় পাচ্ছেন আর ৫০০কোটি টাকা দিয়ে একজন টিউটর রেখেছেন। দিদিমণি এখন বলছেন চারটে রাজধানী দরকার, দিদি বুঝতে পারছেন আর দিল্লি যাওয়ার সুযোগ পাচ্ছেন না তাই বলছেন চারটে রাজধানী দরকার দিদির।
আজ পঞ্চায়েতের সদস্যরা যারা দিদিমণির অনুপ্রেরণায় টাকা মারছেন তারা আগামী দিনে জেলে ঢুকবে। আমফান সহ আবাস যোজনা যারা লুঠ করেছে তাদের জেলে ঢোকানো হবে। এদিনের এই সভায় বিভিন্ন দল থেকে কয়েক হাজার কর্মী ও সমর্থকরা বিজেপি দলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।