নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ জানুয়ারি :
কুমারগঞ্জের ঘটনায় নিয়ে রাজ্যের নাগরিক সমাজের ভূমিকায় ফের প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। তিনি রাজ্যের নাগরিক সমাজকে কটাক্ষ করে বলেন, তৃণমূলের কাছে তারা বুদ্ধি বন্দক রেখেছেন। না হলে কুমারগঞ্জের ধর্ষিতা মৃতা কিশোরীর পরিবারের উদ্দেশ্যে বুদ্ধিজীবীরা কিছু বলতেন। তারা এখনও একটা শব্দও কুমারগঞ্জের ঘটনার জন্য খরচ করেননি। ধর্ষিতা কিশোরী হয়তো জেএনইউতে পরাশোনা করতেন না। তাই হয়তো রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশ রাস্তায় নামেননি। বিচারের দাবিতে রাস্তায় নেমে গান করেননি। ধর্ষণকারীদের শাস্তির দাবিতে তারা ছবি আঁকেননি। তাই এমন নিরব বুদ্ধিজীবীদের রাজ্যে দরকার আছে কি না সে প্রশ্নও বৃহস্পতিবার দলের রাজ্য সদর দফতরে তোলেন দিলীপ ঘোষ।
এরপরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রত্যেক মাসে রাজ্যের মহিলারা ধর্ষিতা হচ্ছেন। আর মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটছেন। কিন্তু মমতা বন্দ্যেপাধ্যায় রাস্তায় থাকার পরেও রাজ্যে ধর্ষণ হচ্ছে। যা চিন্তার বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।