“ভূতে রাম নাম শুনতে পারে না, এদের ভূতের মতন অবস্থা হয়ে গেছে” নদিয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জানুয়ারি: নেতাজির জন্ম জয়ন্তীতে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে ছিলেন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয় গোটা ভিক্টোরিয়া চত্বর। দর্শক আসন থেকে কয়েকজন টানা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। যা শুনে তিনি নেতাজির জন্ম জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রধানমন্ত্রীর সামনে জয় শ্রীরাম বলার প্রতিবাদ জানিয়ে নেমে গিয়েছিলেন মঞ্চ থেকে। সেই প্রসঙ্গে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন।

তিনি বলেন, যে রাম নামকে ভয় পায় তার কি অবস্থা হবে! ভূতে নাকি রাম নাম শুনতে পারে না। এদের ভূতের মতন অবস্থা হয়ে গেছে। সরকারের এক্সপায়ারি ডেট এসে গেছে। এখন কেয়ারটেকার গর্মেন্ট চলছে। তাই আগামী এপ্রিল মে মাসে যে ভোট আসছে তা পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তনের ভোট হবে। আর একবার লাইনে দাঁড়িয়ে ভোট দিন। কেউ যদি ট্যারা চোখে তাকায় আমাদের বলুন। কোনও দিদির ইঞ্চি সাইজের, ফুট সাইজের ভাই চমকাতে এলে আমাদের বলুন। বলে রাখুন যেন ভোটের দিন বুথের আশেপাশে না আসে তাহলে হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে। দিদির পুলিশ ভাই যারা চাঁদা তুলে, কাটমানি তুলে দিদিকে দিচ্ছে তাদেরকে বলব, রৌদ্রে গরমে গিয়ে কষ্ট করবেন না। ১০০ মিটার দূরে বাঁশ তলায় গিয়ে চেয়ার নিয়ে খৈনি খান, চা খান আমরা ভোটটা সামলে নেব। দিল্লি থেকে সেন্ট্রাল ফোর্স আসবেন তারা এখানে ভোট পরিচালিত করবে। তারা বুথ কন্ট্রোল করবে। আপনারা যাবেন ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়ে চলে আসবেন। কারোর আপনাদের দিকে ট্যারা চোখে তাকাবার হিম্মত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *