গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২২ আগস্ট: শনিবার খানাকুলে নিহত বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ সৌমিত্র খাঁ, নেতা জ্যোতির্ময় মাহাতো , আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, সহ রাজ্য নেতৃত্বরা। পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার বার্তা দেন। নিহত বিজেপি কর্মীর স্ত্রী মামনি প্রামানিক এদিন বিজেপি রাজ্য নেতৃত্বের সামনে কান্নায় ভেঙে পড়েন।
আগামীদিনে সন্তানদের নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা জানান।

প্রসঙ্গত, গত শনিবার ১৫ আগস্ট খানাকুলের নতিবপুর এলাকায় স্বাধীনতা দিবসের পতাকা তোলাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সুদর্শন প্রামানিককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আহত বিজেপি কর্মীর। শুরু হয় বিজেপি তৃণমূলের সংঘর্ষ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এলাকায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ ওঠে।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ এই সরকারের আমলে বেশি আক্রান্ত হচ্ছে। গত ৪০-৪৫ বছর পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে আমরা তার অবসান করতে চাই। প্রশাসনের ওপর আস্থা হারিয়েছে মানুষ। এই খুনের ঘটনায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আমরা তদন্তের দাবি জানাচ্ছি।

