পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শালবনীর পিড়াকাটাতে কর্মিসভা করলেন বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। কর্মীসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

কর্মীসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ জানালেন, “আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল। চারিদিকে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। দিকে দিকে বিডিও’কে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। বিজেপি’ও বিডিও ঘেরাও কর্মসূচি করছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে।”
লালন শেখের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, “আইন-আদালতকে তৃণমূল প্রভাবিত করার চেষ্টা করছে। তবে, বাস্তবে সেটা সম্ভব নয়।”

