জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: রবিবার সকালে নদিয়ার গয়েশপুরে বিজয় শীল নামে যে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তাকে নিজেদের সমর্থক বলে দাবি করে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আজ মেদিনীপুর শহরের একটি হোটেলে এক সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই রাজ্যে এই ঘটনা নতুন কিছু নয়, প্রতিদিনই আমাদের কর্মী-সমর্থকদের মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। গয়েশপুরের যুবক আমাদের সমর্থক ছিলেন। তার ভাইপো যুব মোর্চার সক্রিয় কর্মী। আগে পুরো পরিবার তৃণমূল দলের সমর্থক ছিল। তৃণমূলের দুষ্কৃতীরা এইজন্য খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন আগে একই ভাবে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানা এলাকার শিয়ালসাই গ্রামে বিজেপি কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। দিলীপ ঘোষ বলেন, এই সমস্ত ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপির পক্ষ থেকে কল্যাণী বনধের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল থেকে গয়েশপুরের যুবক বিজয় শীল নিখোঁজ ছিলেন। গাড়ি চালক ওই যুবকের মৃতদেহ পুলিশ আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিছন দিকের মাঠের একটি ঝোপ থেকে উদ্ধার করে।