নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ নভেম্বর:
অসুস্থ মুকুল রায়কে হাসপাতালে দেখতে গেলেন দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের গলব্লাডারে অপারেশন হয়। বর্তমানে একেবারেই সুস্থ বিজেপির সর্বভারতীয় সহ -সভাপতি মুকুল রায়। চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিন তাকে পুরোপুরি বেড রেস্ট নিতে হবে। তাঁকে ২৪ ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার সকালে মুকুল রায়ের সঙ্গে দেখা করার পর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কথা বলেন। মুকুল রায় দ্রুত সুস্থ হয়ে উঠুক, দ্রুত মুকুল রায় আবার রাজনীতির ময়দানে ফিরুক, ঈশ্বরের কাছে সেই কামনা জানিয়েছেন দিলীপ ঘোষ।
কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, মুকুল রায় পুরোপুরি সুস্থ রয়েছেন। আমার সঙ্গে কথা হয়েছে তাঁর। সুস্থ হয়ে দ্রুত মুকুল রায় ফের রাজনীতির ময়দানে ফিরবেন বলেও জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।