দিলীপ ঘোষ এবং অজিত মাইতি’র তরজা

পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি’কে গাম্বাট, চোর বলে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। পালটা দিলীপ ঘোষ’কে লক্ষাধিক ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অজিত মাইতি। আজ খড়্গপুরে চা চক্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি সাংসদ তথা বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।

খড়গপুর আইআইটি’র ছাত্র মৃত্যু নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করে ছিল তৃণমূল। বলা হয়েছিল দিলীপ ঘোষের উস্কানিমূলক মন্তব্যের কারণেই ওই ছাত্রকে খুন করা হয়েছে। এই প্রসঙ্গ বলতে গিয়ে তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি’কে কার্যত আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন, “দেখুন টিএমসির ওচা নেতা মেদিনীপুরের। আমাদের মেদিনীপুরেরই বদনাম হয়ে যাচ্ছে। লোক মেদিনীপুরের নেতাদের বুদ্ধিমান শিক্ষিত বলে মনে করে। আর অজিত মাইতির মতন কিছু গাম্বাট নেতা রয়েছে দেখলেই চোর চোর মনে হয় চেহারাটা। সে কোথায়, দিলীপ ঘোষ কোথায়? আইআইটি বোঝেও না আইআইটির আশেপাশেও যায় না। কাটমানি ছাড়া কিছু বোঝে না। এই মালটা কত টাকা নিয়েছে জেলা পরিষদের চাকরি করিয়ে দেওয়ার নাম করে সেই সব প্রমাণ আমার কাছে আছে। দরকার হলে তাকে একবার ঢোকাবো কেষ্টার কাছে পাঠাবো। সময় হচ্ছে, তৈরি থাকুন, সেই জন্য বুদ্ধি বিদ্যার প্রয়োগ করুন। এই ভাবে কথা বলে রাজনীতি ডাউন করে দিচ্ছে আর মেদিনীপুরের নাম বদনাম করে দিচ্ছে।”

দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “উনি কিছুদিন আগে রাজনীতিতে এসে বিজেপির রাজ্য সভাপতি এবং বিধায়ক ও সাংসদ হয়েছেন। উল্টোপাল্টা কথা বলায় উনি ওস্তাদ। যার জন্য তার দলের লোকেরাই হাসাহাসি করে।

অশ্লীল ভাষায় কথা বলার সংস্কৃতি বিজেপির আছে কিনা জানি না, তবে এ বিষয়ে দিলীপ ঘোষের খ্যাতি আছে। উল্টোপাল্টা মন্তব্য করে উনি নিজেরই বারোটা বাজাচ্ছেন। উনাকে দলের লোকেরা এখন আর পছন্দ করছেন না। পঞ্চায়েত ভোটের পরে লোকসভা ভোট হবে। মেদিনীপুর কেন্দ্রে তাকে লক্ষাধিক ভোটে হারানোর চ্যালেঞ্জ রাখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *