নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ সেপ্টেম্বর: কার্যকারিনী বৈঠকে সব বুথে কমিটি গঠন না হওয়ার কথা স্বীকার করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার মাহেশ্বরী ভবনে বসেছিল বিজেপির রাজ্য কার্যকারিনী বৈঠক। ২০২১ এর নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনার সময় বুথ কমিটি গঠনে দলের ব্যর্থতা স্বীকার করেন বিজেপির রাজ্য সভাপতি।
উল্লেখ্য, আগেও বুথ কমিটি গঠন না হওয়ার কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে এবার তার বুথ কমিটি গঠনের পরিসংখ্যান দেখে চমকে গিয়েছেন সর্বভারতীয় বিজেপির সংগঠন সম্পাদক শিবপ্রকাশ। বৈঠকে দিলীপ ঘোষ জানিয়েছেন, মাত্র ৫৫ হাজার বুথে কমিটি গঠন সম্ভব হয়েছে। রাজ্যে প্রায় ৭২ হাজারের উপর বুথ রয়েছে। বাদবাকি বুথগুলিতে কোনও কমিটি গঠন হয়নি। তবে প্রত্যেক বুথে বিজেপির সমর্থক রয়েছে। দিলীপ ঘোষের এমন তথ্যে মিশন ২০২১ এর বিজেপির স্বপ্ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বৈঠকে দিলীপ ঘোষের এমন মন্ত্যের পর মুকুল রায় জানান, বুথ কমিটি গঠন না হলে নির্বাচনে ভালো ফল আশা করা যায় না। অবিলম্বে বুথ কমিটি গঠন করে দলকে ঝাঁপাতে হবে। মুকুল রায়ের কথা মেনে নেন শিবপ্রকাশ। এখন দেখার ২০২১ এর আগে রাজ্য বিজেপি সব বুথে বুথ কমিটি গঠন করতে পারে কিনা। নাকি দলাদলি করে শেষ পর্যন্ত বুথকমিটি ছাড়াই বিধানসভার লড়াইয়ে নামে।