করোনার সরঞ্জাম কেনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ আগস্ট: করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরঞ্জাম কেনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন দিলীপ ঘোষ। শনিবার বিধাননগরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, করোনার সময় হাসপাতালগুলির জন্য অনেক সরঞ্জান কেনা হয়েছে। যা নিয়ে দুর্নীতীর অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমন করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কোনও রকম টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরঞ্জাম কেনা হয়েছে। ব্যাক্তিগত সুপারিশের মাধ্যমেই সমস্ত কিছু কেনা হয়েছে। এতে তৃণমূলের কয়েজনের লাভ হয়েছে।

প্রসঙ্গত, করোনার সময় মাস্ক, গ্লাভস ও পিপিই কিট কেনা নিয়ে দুর্নীতির গন্ধ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্ত কমিটিতে রাখা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, সবটাই শাসক দলের ইন্ধনে হয়েছে। মুখ্যমন্ত্রীর আগেই এসব বিষয় দেখা উচিত ছিল বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *