আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ নভেম্বর :
একুশের ভোটে তৃণমূলের ঝান্ডা আমরা নামিয়ে দেব। দিদিমণিকে ১৪ তলা থেকে বিসর্জন দেওয়া হবে গঙ্গায়। এই ভাষাতেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ হলদিয়ার জনসভা থেকে। তিনি আরো বলেন, কি গণতন্ত্র দিদির ? দিদি বলছেন কেন্দ্রীয় সরকার নাকি স্বৈরাচারী। আরে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। আপনার মত স্বৈরাচারী আর হয়নি কেউ কোনদিন। শাড়ি পরা হিটলার।
ভোট প্রসঙ্গে তিনি বলেন পুরসভা-পঞ্চায়েত ভোট লুট হলেও ২১ এর বিধানসভা ভোট হবে দিদির পুলিশে নয়, দাদার পুলিশে। ১১৮ টা পুরসভার ভোট বাকি। কোনটা এক বছর কোনটা দেড় বছর। দিদিমণি ভোট করছেন না। ভোট করলেই গণেশ উল্টে যাবে।
দিলীপ ঘোষ মঞ্চ থেকে কিছুটা হুমকির সুরে বলেন, দিদির ভাইয়েরা উৎপাত করে। এখনো যারা অভ্যাস পাল্টাননি, এখনো মারপিট করছেন। ছ’মাসে শুধরে যান। না হলে হাত পা ভাঙ্গবে, পাঁজর ভাঙ্গবে। হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে। বাড়াবাড়ি করলে সোজা শ্মশানে যেতে হবে। তাই যারা ভয় দেখাচ্ছে তাদের বলে দিন, দিন শেষ হয়ে গেছে। লাল চোখ সাদা করুন। হাত তুলে কথা না বলে চোখ নামিয়ে কথা বলুন। কারণ ঝান্ডা আমরা নামিয়ে দেব ।
হলদিয়ার দুর্গাচকে ক্ষুদিরাম মেলার মাঠে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ভাষাতেই তোপ দাগেন । এদিন পূর্ব মেদিনীপুরে বিজেপির দুটি জনসভা ছিল। একটি হলদিয়ায়। অপরটি চন্ডিপুর ব্লকের গোয়ালা পুকুরে। হলদিয়ার জনসভার আগে মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত একটি বিশাল বাইক মিছিল করে দিলীপ ঘোষ সভাস্থলে আসেন। আসার পথে বহু জায়গায় কর্মী-সমর্থকরা ফুলমালা দিয়ে দিলীপ ঘোষকে অভ্যর্থনা জানান। ফলে গাড়ির গতি থেমে যায়। ৫০ কিলোমিটার রাস্তা পার হতেই প্রায় দুঘণ্টার বেশি সময় লেগে যায় দিলীপ ঘোষের।