Dilip, BJP, আচমকা ডাক পেয়ে বুধবারই দিল্লিতে দিলীপ, প্রশ্ন ফের তাঁর গুরুত্বের দায়িত্ব নিয়ে

আমাদের ভারত, ৯ জুলাই: ফের দলে গুরুত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? অন্তত ইঙ্গিত তেমনই। মঙ্গলবার দুপুরে শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরই দিল্লিতে ডাক পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। সূত্রের দাবি, বুধবারই দিল্লি উড়ে যাবেন তিনি। 

তাঁর নানা বিতর্কিত মন্তব্য, বিয়ে, নববিবাহিতা বধূকে নিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরে মমতা ব্দ্যোপাধ্যায়ের আতিথ্য গ্রহণ— এ সব নিয়ে বেশ কিছুদিন ধরে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন শমীকবাবু ও দিলীপবাবু। নয়া রাজ্য সভাপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সল্টলেকে দলের রাজ্য দফতরে দু’জনের মধ্যে কথাও হয়। সেখান থেকে বেরিয়ে দিলীপবাবু সাংবাদিক সম্মেলনে দলের এবং শমীকবাবুর পক্ষে ইতিবাচক নানা কথা বলেন।

সূত্রের খবর, রাতে খবর আসে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। কথা বলবেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে কি ফের রাজ্য বিজেপির সংগঠনের গুরুদায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? তবে কি শমীক-দিলীপের হাত ধরেই বঙ্গ বিজেপিতে চাঙ্গা হতে চলেছে আদি গোষ্ঠী, আর কিছুটা কোণঠাসা হতে চলেছেন শুভেন্দু অধিকারীরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *