নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ আগস্ট: রাজ্য বিজেপিতে তথাগত রায়ের সেকেন্ড ইনিংস নিয়ে চিন্তায় দিলীপ ঘোষ শিবির। মেঘালয়ের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করে অফিসিয়ালি বিজেপিতে যোগদান সবে করেছেন তিনি। মিসড কল দিয়েই রাজ্য বিজেপির সদস্য হয়েছেন তথাগত রায়। কিন্তু তার আগেই রাজ্য বিজেপির কিছু সমর্থক তথাগত রায়কে রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে সোস্যাল মিডিয়ায় প্রচার করতে শুরু করেছে। তাতে তথাগত রায়ের সমর্থনে ও বিপক্ষে দিব্যি মতামত দিচ্ছেন বিজেপি কর্মীরা। এতদিন রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মানেই ছিল মুকুল রায় বনাম দিলীপ ঘোষ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দিলীপ ঘোষ বনাম তথাগত রায়।
রাজনৈতিক মহল অবশ্য তেমনটাই মনে করছেন। কারণ তথাগত রায় নিজে একজন শিক্ষিত আধুনিক চেতনার মানুষ। আর তার সঙ্গে কট্টর পন্থী দিলীপ ঘোষের রসায়ন কখনই মিলবে না। যেমন কিছু ক্ষেত্রে মেলে না কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র। প্রকাশ্যেই দিলীপ ঘোষের বাক্য নিয়ে আপত্তি জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে কয়েদিন আগে নাম না করে সমালোচনা করেছিলেন তথাগত রায়। তিনি জানিয়েছিলেন, রাজ্যের মানুষ কোনও নেতার অবাস্তব কথা মানবে না। গুরুর দুধে সোনা পাওয়ায় যায় দিলীপ ঘোষের এমন মন্তব্যের পরিপেক্ষিতে জানিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এমন কথায় দলের ভাবমূর্তির ক্ষতি হবে বলে জানিয়েছিলেন তিনি।
সোজাসাপটা তথাগত রায়কে যদি দিলীপ ঘোষের নির্দেশে কাজ করতে হয় তার ফল ভয়ানক হবে বলে মনে করছেন রাজ্যনৈতিক মহলের একাংশ।
কৈলাস বিজয়বর্গীয় নিজেই দুদিন আগে সল্টলেকে জানিয়েছিলেন দল মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে বাংলায় লড়াই করবেন না। চব্বিশ ঘন্টা না কাটতেই কেন্দ্রীয় পর্যবেক্ষকের উল্টো সুরে গান গাইতে শুরু করলেন তথাগত রায়ের সোস্যাল মিডিয়ার সমর্থকেরা। তারা কৈলাস বিজয়বর্গীয়কেও আক্রমণ করেছেন। দলের পর্যবেক্ষকে সরাসরি এমন আক্রমন দলে নজিরবিহীন।
তথাগত রায় অবশ্য কলকাতায় ফিরে প্রথম বৈঠক করেছিলেন কৈলাস বিজয়বর্গীর সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়ও। যার ফলে মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতারা ভেবেছিলেন তথাগত রায় অনেক ক্ষেত্রেই দিলীপ ঘোষের বিরোধীতা করবেন। রাজ্য বিজেপির একাংশ এখন বলাবলি করছেন এতদিন দলে দুইমেরু ছিল। মঙ্গলবার থেকে দলে যদি তিনমেরু হয় তাহলে ২০২১ এর জন্য তা ভয়ানক হবে বলে মনে করছেন রাজ্য বিজেপির নিচু তলার একাংশের কর্মীরা।
বুধবার অবশ্য রাজারাটে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেছেন তথাগত রায়। দীর্ঘক্ষণ বৈঠক করে তিনি জানান খুব শীঘ্রই রাজ্য বিজেপিতে সক্রিয় ভাবে ফিরব।

