আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি: প্রায় এক সপ্তাহ ধরে ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সদর হাসপাতালে, অভিযোগ রোগীর পরিজনদের। এক্স-রে করাতে এসে ঘুরে যাচ্ছেন সকলে। তাই বাধ্য হয়ে বাইরে থেকে রোগীদের এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন পরিজনেরা।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সদর হাসপাতালের এক্স-রে পরিষেবা পিপিপি মডেলে। যান্ত্রিক সমস্যার কারণে পরিষেবা বন্ধ রয়েছে। তবে সুপার স্পেশালিটি হাসপাতালে এক্স-রে পরিষেবা চালু রয়েছে। সেখানে গিয়ে রোগীরা পরিষেবা নিতে পারবেন।
জানা গিয়েছে, রবিবার থেকে এক্স-রে বন্ধ। ইউনিট খোলা থাকলেও পরিষেবা দিতে পাচ্ছেন না কর্মীরা। বৃহস্পতিবার অনেক রোগী পরিষেবা নিতে এসে ফিরে যান।
এক্স-রে ইউনিটের এক কর্মী পিয়াঙ্কা রায় দাস বলেন, “রবিবার থেকে বন্ধ পরিষেবা৷ যান্ত্রিক সমস্যার কারণে। এদিন পরিষেবা চালু হওয়ার সম্ভবনা রয়েছে।”
এদিকে রোগীর আত্মীয় অমিত রায় বলেন, “সদর হাসপাতালের বেবি ওয়ার্ডে আমার ভাইয়ের বউ ভর্তি। এক্স রে করতে হবে তার। এক্স রে পরিষেবা বন্ধ রয়েছে।” আরও এক রোগীর বাবা প্রভাস কর্মকার বলেন,” ছেলের এক্স- রে করতে হবে আজই। রিপোর্ট ডাক্তারবাবুকে দেখাতে হবে। হাসপাতালের এক্স- রে বন্ধ এই কারণে অন্য জায়গা থেকে এক্স- রে করতে হবে।”
এই বিষয়ে এমএসভিপি কল্যাণ খাঁ বলেন, “অভিযোগ পেয়েছি এক্স- রে বন্ধ। সেই পরিষেবা পিপিপি মডেলে চলছে। এক দুদিনের মধ্যে পরিষেবা ঠিক হয়ে যাবে। তবে সুপার স্পেশালিটি হাসপাতালে এক্স- রে পরিষেবা চালু আছে। কষ্ট করে রোগীরা সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে পরিষেবা পাবেন।”