Namo Yuva Joddha, BJP, ডিজিটাল সৈনিক! ভোটে নবীন প্রজন্মকে পাশে পেতে “নমো‌ যুবা যোদ্ধা” কর্মসূচির ঘোষণা বিজেপির

আমাদের ভারত, ১ নভেম্বর: আগামী বিধানসভা ভোটের লড়াইতে রাজ্যের যুবসমাজ বেশি করে পাশে পেতে চাইছে বিজেপিকে। তাই এবার দলের তরফে ডিজিটাল মঞ্চের সূচনা করলো পদ্ম শিবির। শনিবার “নমো যুবা যোদ্ধা” কর্মসূচি ঘোষণা করল বিজেপি। এরফলে কেবল মাঠে ময়দানে নয়, দলের হয়ে ডিজিটাল দুনিয়াতেও প্রচারে নামবে বিজেপি কর্মীরা। তবে এতে মূলত যুব সমাজ প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদীর ছবি দিয়ে নমো নাম দিয়ে যুব সমাজকে আজকের ডিজিটাল সৈনিক হিসেবে কাজে লাগানোর এই কর্মসূচি পশ্চিমবঙ্গের জন্য চালু করা হলো।

শনিবার কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে যুব মোর্চার কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব, সুনীল বনশল অমিতাভ চক্রবর্তীরা। সেখানেই এই কর্মসূচি ঘোষণা করা হয়। যে সংগঠন এই কর্মসূচি রূপায়ণ করবে সেই যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ ও তরুণ বিধায়ক অনুপ সাহাও মঞ্চে ছিলেন‌।

বিজেপির দাবি, আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং বিকশিত বাংলা করার লক্ষ্যে এই উদ্যোগ। শনিবার এই সংক্রান্ত একটি ওয়েবসাইট প্রকাশ করেছে বিজেপি। সেখানে কেউ নিজের নাম “নমো যুবা যোদ্ধা” হিসেবে নথিভুক্ত করতে পারেন। এছাড়া টোল ফ্রি নম্বর ৭০১৫৯০০৯০০-তে মিসকল দিয়েও নাম নথিভুক্ত করা যাবে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক বনশলের নির্দেশেই পশ্চিমবঙ্গে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির যে লোগো শনিবার প্রকাশিত হয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, আর পটভূমিকায় রাখা হয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্র। মূলত এই কর্মসূচি যে বাংলা কেন্দ্রিক তার ইঙ্গিত পাওয়া গেছে।

সপ্তাহ দু’য়েক আগে তৃণমূলেও এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। নাম ” আমি বাংলার ডিজিটাল যোদ্ধা।” ফলে বিজেপির এই “নমো যুবা যোদ্ধা” কর্মসূচিকে অনেকেই তৃণমূলের ডিজিটাল যোদ্ধার পাল্টা বলে মনে করছেন। কিন্তু বিজেপি নিজেদের এই কর্মসূচিকে পাল্টা বলতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *