কোটাল ও নিম্নচাপে ফুঁসছে দিঘার সমুদ্র

জে মাহাতো, আমাদের ভারত, দিঘা, ২০ আগস্ট: 
অমাবস্যার কোটালের সঙ্গে নিম্নচাপের অভিঘাতে বৃহস্পতিবার উত্তাল হয়েছে দিঘার সমুদ্র। স্বাভাবিক সময়ে এরকম প্রবল জলোচ্ছ্বাস গত এক দশকে দিঘার কেউ প্রত্যক্ষ করেনি। অমাবস্যার কোটালের সঙ্গে ঘনীভূত নিম্নচাপের প্রভাবের জেরে বৃহস্পতিবার সেই চেহারায় দেখা গেছে দিঘার সমুদ্রকে। সমুদ্র নগরীতে থাকা গুটি কতক পর্যটক সৈকতের দিকে এগোনোর সময় দেখেন পুরো গার্ডওয়াল জলে ডুবে রয়েছে। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে বাজারে। গার্ডওয়ালের উপচে পড়া জলেই স্নান সারা হচ্ছে তাদের।

পর্যটকদের বিপদের সম্ভাবনায় দিঘা সরণি জুড়ে টহল দিচ্ছে পুলিশ। গার্ডওয়ালের ধারে কাছে পর্যটকদের ঘেঁষতে দিচ্ছে না পুলিশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আমাবস্যার রেশ থাকতে থাকতেই ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই ফুঁসছে দিঘার সমুদ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *