পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: আজ রাজ্য তৃণমূলের নির্দেশে শালবনী বিধানসভার গড়বেতা ৩ ব্লকের নলবনা অঞ্চলে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্লক সভাপতি চিন্ময় সাহা সহ ব্লকের নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। এরপর সাধারণ মানুষের একেবারে দরজায় পৌঁছে তাদের অভাব অভিযোগ শুনলেন এবং তা সমাধানের চেষ্টা করলেন। এরপর স্থানীয় জাহের থানে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন। দলীয় নির্দেশে পরে অঞ্চল অফিস ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন।
দুপুরে কর্মীদের সাথে পাত পেড়ে খাবার খেলেন। এভাবেই সারাদিন মানুষকে সঙ্গে নিয়ে রাজ্য সরকারের উন্নয়নের কর্মসূচিকে আরো বিস্তৃত করার লক্ষ্য নিয়ে মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কারোর পাশের বাড়ির সন্তান, কারোর আবার ভালোবাসার দাদাভাই’ হয়ে জনসংযোগের রাস্তায় হেঁটে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ময়দানে নামলেন পঞ্চায়েত নির্বাচনে আগে।