সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জানুয়ারি: ঠাকুরনগরে সভা করতে আসছেন অমিত
শাহ। তার আগে ঠাকুরনগরজুড়ে মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের ফ্ল্যাগে। এবার গাইঘাটা জুড়ে
“মতুয়াদের সাথে দিদি” বলে ফ্লেক্স পড়ল।হরিচাঁদ- গুরুচাঁদ ও
মতুয়াদের বড় মা বীণাপাণি ঠাকুরের ছবি দেওয়া ফ্লেক্সে
মতুয়াদের জন্য কি কি
করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খতিয়ান তুলে ধরা
হয়েছে। শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া সংলগ্ন এলাকায় যশোর রোডের
পাশে প্রতিটি গাছে দেখা গেছে এই ফ্লেক্স।
বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, তৃণমূলের দুষ্কৃতীদের কাজ এই ভাবে পোস্টার মারা। এমন রাজনীতি তৃণমূল করে। বিজেপি বা মতুয়াদের পোস্টার মারার কোনও প্রশ্নই ওঠে না।মতুয়ারা বিজেপির সঙ্গে। তৃণমূল পোস্টার মেরেছে।
এই বিষয়ে উত্তর ২৪ পরগণার জেলা তৃণমূলের কোঅর্ডিনেট গোপাল শেঠ বলেন, যে সকল মতুয়ারা মনে করছেন তাদের জন্য মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে,
তাদের কথা ভেবেছে, তারাই পোষ্টার লাগিয়েছে।