সুশান্ত ঘোষ, বারাসত, ১০ নভেম্বর: দিদি আমরা সবাই বেকার মোদের নিয়োগ দাও, এমনই প্ল্যাকার্ড লিখে বিক্ষোভ দেখালেন প্রাথমিক বিদ্যালয়ের টেট উর্ত্তীণ ছাত্রছাত্রীরা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয়
সাংসদ এর দপ্তরের সামনে প্রায় ছয় ঘণ্টা ধরে বিক্ষোভ
দেখায় ছাত্রছাত্রীরা।
২০১৫ সালে টেট উর্ত্তীণ ডিএলএড সম্পন্ন চাকরী
প্রার্থীরা ফের চাকরীর দাবীতে অবস্থান বিক্ষোভ। শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিলেও কোনো নিয়োগ হয়নি। দীর্ঘ দিন ধরে বিভিন্ন দপ্তরে ডেপুটেশনে দিয়েও মিলেনি কোনো সুরাহা। তাহলে কি বর্তমান সরকারের কাছে নেই যোগ্যতার দাম। দিয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আজ বাধ্য হয়ে গানের সুরে ও রক্ত দিয়ে প্ল্যাকার্ড লিখে প্রতিবাদ জানান তারা। সুরাহা না হলে আগামী দিনে তারা অনাশন এর পথে
হাঁটবেন বলেও জানান।