আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জানুয়ারি: বিক্ষিপ্তভাবে হলেও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় দিদিকে বলো কর্মসূচি চলছেই। শনিবার সবং বিধানসভা এলাকার পিংলা সংসদে দিদিকে বলো কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার বিধায়ক গীতা ভুঁইয়া এবং ডাক্তার মানস ভুঁইয়া। তাদের সঙ্গে ছিলেন তৃণমূলের পিংলা ব্লকের কার্যকরী সভাপতি চন্ডী সামন্ত, যুব তৃণমূলের সভাপতি আবু কালাম বকস। এদিন তারা দলীয় কর্মীদের নিয়ে দিদিকে বলো কর্মসূচির হেল্পলাইন নাম্বারযুক্ত কার্ড সবার হাতে তুলে দিয়ে বলেন, আপনাদের যা অভাব-অভিযোগ আছে এই নাম্বারে ফোন করে জানাতে পারেন।
এদিন শালবনি ব্লকের চার নম্বর বাঁকিবাঁধ অঞ্চলের বেনাচাপড়া ও মহিষলোট এলাকায় দিদিকে বলো কর্মসূচিতে যোগ দেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ। তিনি এলাকাবাসীদের হাতে দিদিকে বোলো হেল্পলাইনের নম্বর দিয়ে এলাকার সমস্যা ও নিজেদের অসুবিধার কথা জানানোর আবেদন জানান। শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকে তৃণমূলের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে সাংগঠনিক দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে বলে ঝাড়গ্রাম জেলা তৃণমূল সূত্রে জানা গেছে।