আমাদের ভারত, কলকাতা, ৬ ফেব্রুয়ারি: ২০১৩ সালের ৩ অক্টোবর কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্পের উদ্ধোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত যুবশ্রী এক লক্ষ ছেলেমেয়েদের মাসে মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওইদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই এক লক্ষ যুবশ্রী ভাতাপ্রাপ্ত ছেলেমেয়েকে দু-এক বছরের মধ্যে ডি-গ্রুপে নিয়োগ করা হবে বলে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি যুবশ্রী ভাতাপ্রাপ্তদের। কিন্তু ৭ বছর অতিক্রান্ত হতে চললেও তাদের দাবি দাওয়া নিয়ে নিশ্চুপ মুখ্যমন্ত্রী। প্রতি ৬ মাস অন্তর বেকার ভাতার অর্থ দিয়ে তাদের প্রশিক্ষণ নিতে হচ্ছে। নইলে ভাতার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাদের প্রশ্ন, দিদি আমরা আর কত ট্রেনিং নেব?
এনিয়ে প্রচন্ড ক্ষুব্ধ যুবশ্রী আন্দোলনকারীরা৷ প্রতিশ্রুতি পূরণের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ও নবান্নে কয়েকবার ডেপুটেশন দিলেও আশ্চর্যজনকভাবে তাদের দাবি দাওয়া নিয়ে প্রায় সকলেই চুপ৷ তাই, আগামীকাল ৭ ফেব্রুয়ারি কলকাতায় বিক্ষোভ অভিযান কর্মসূচির ডাক দিয়েছে যুবশ্রীর ছেলেমেয়েরা। যুবশ্রী ভাতা প্রাপ্ত নিতাই বসাক বলেন, যুবশ্রী প্রকল্পের উদ্ধোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন এক-দু বছরের মধ্যেই যুবশ্রী থেকে গ্রুপ ডি-তে স্থায়ী পদে আমাদের নিয়োগ করবেন। কিন্তু ৭ বছর হয়ে গেলেও তিনি তাঁর কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি। আমরা কয়েকবার নবান্ন ও কালীঘাটে চিঠি পাঠিয়েছি। কিন্তু চিঠির উত্তর আমরা আজও পাইনি। লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। এটা একটা চালাকি৷ চালাকি ছাড়া আর কিছুই নয়। আমারা প্রতি জেলাতেই বিক্ষোভ সমাবেশ করেছি এবং ডেপুটেশন দিয়েছি। এবার আগামীকাল ৭ ফেব্রুয়ারি আমরা কলকাতা অভিযানের ডাক দিয়েছি। দাবি মানা না হলে আমরা ধর্না ও অনশন কর্মসূচির দিকে পা বাড়াব।’ আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ। ৭ তারিখে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে এই আন্দোলন নিয়ে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে রাজ্য সরকার।