ফিরহাদকে ছোটলোক বলে দলনেত্রীকেই কি কড়া বার্তা দিলেন শুভেন্দু? রাজনৈতিক মহলে তীব্র জল্পনা

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১ নভেম্বর: নন্দীগ্রামের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন তা অরাজনৈতিক হলেও রাজনৈতিক মহলে তা ঝড় তুলেছে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু নিজের রাজনৈতিক উত্থানের কথা বলেছেন। ছাত্র রাজনীতিতে গেম সেক্রেটারি দিয়ে শুরু। সেখান থেকে ধাপে ধাপে আজকের এই পদে। কারও দয়ায় নয়, নিজের যোগ্যতায় আজ রাজনীতির এই জায়গায় এসেছেন, সেটা বুঝিয়ে দেন।

মন্ত্রী হলেও ফিরহাদ হাকিমকে তাই তিনি তাঁর সমকক্ষ ভাবেন না। তিনি ফিরহাদ হাকিমকে ছোটলোক বলে কটাক্ষ করেন। তিনি ধাপে ধাপে রাজনীতিতে এই জায়গায় পৌঁছেছেন। এরপর একটু চড়াসুরেই বলেন, আমি প্যারাসুট থেকেও নামিনি, লিফটে করেও উঠেনি– সিঁড়ি ভাঙতে ভাঙতে, ভাঙতে ভাঙতে উঠেছি। আমাকে ওসব বলে কিছু হবে না। ছোট লোককে দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছে আমি উত্তর দেব। আমার লেভেলটা ঐ নাকি। তিনি আরো বলেন, কুকুর পায়ে কামড়ালে মানুষ কি ঘুরে কামড়ায়?
উল্লেখ্য সম্প্রতি দীঘায় বেড়াতে এসে ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে কবিতার ছলে বলেছেন, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্যামী।
রাজনৈতিক মহলের ধারণা এই কথাটির উত্তরে তিনি আজ মঞ্চ থেকে জবাব দিয়েছেন। শুধু তাই নয় ফিরহাদকে ছোটলোক বলে সম্বোধন করেন।
তাছাড়া ফিরহাদ এটা বলেলেও দলের ওপরমহলের যে অনুমোদন আছে, তা বুঝিয়ে দেন। তিনি বলেন, ছোট লোককে দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছে আমি উত্তর দেব। আমার লেভেলটা ঐ নাকি?

নন্দীগ্রামের মত জমি আন্দোলনের পীঠস্থানে সীতানন্দ কলেজের সামনে আজ তৃণমূলের কোনওরকম দলীয় পতাকা বা দলীয় নেতা-নেত্রীর ছবি ছাড়া বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে এই ধরনের বক্তব্য রেখেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে বলা শুভেন্দু অধিকারীর বক্তব্য ঘিরে তাই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *