স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ অক্টোবর: আদালতের নির্দেশ মেনে কৃষ্ণনগরের রাজবাড়িতে চিরাচরিত সিঁদুর খেলা এবার হল না। রাজ্যের বিভিন্ন জায়গায় সিঁদুর খেলা হলেও কৃষ্ণনগর রাজবাড়ি আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে।
দুর্গা পুজোয় চিরাচরিত প্রথা অনুযায়ী দশমীর দিন সধবা মহিলারা মা দুর্গার পায়ে সিঁদুর দিয়ে তারপর তারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। দুর্গাপুজোয় কৃষ্ণনগর রাজবাড়িও তার ব্যাতিক্রম নয়। প্রতিবছরই এই দিনটাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজবাড়ির সদস্যরা ও আশেপাশের মহিলারাও। কিন্তু এবার রাজ্যের উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে সিঁদুর খেলা যাবে না। তাই আদালতের নির্দেশ তারা মেনেছে। কিন্তু এই নির্দেশ মানতে বাধ্য হলেও রাজমাতার মন ভার।
রাজমাতা এক ভিডিও বার্তায় বলেছেন যে মন খুবই খারাপ। প্রতিবছর যে সিঁদুর খেলা হয় এবার তা হল না। কিন্তু কি করা যাবে? করোনার মত মহামারিকে রুখতে গেলে এটা করতেই হবে। তাই আদালতের নির্দেশ মেনে আমরাও এবার সিঁদুর খেললাম না। তবে আমাদের সবচেয়ে খারাপ লেগেছে যে সবাইকে একটা দূরত্ব বজায় রেখে মাকে দর্শন করার ব্যাপার ছিল। সেটা অবশ্য একটা বিধি অনুসারেই করা। কারণ সামাজিক দূরত্ব না মানলে সবার ক্ষেত্রেই একটা বিপদ থেকে যায়।