সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২০ এপ্রিল: গরম তীব্র হতেই ডায়েরিয়ার প্রকোপ দেখা গিয়েছে পুরুলিয়ায়। দুই জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গিয়েছে। ঘটনার কথা স্বীকার করেছেন মৃতদের পরিবার ছাড়াও স্থানীয় কাউন্সিলরও। আক্রান্ত ৪০ জনের বেশি। পুরুলিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। বাড়িতেও চিকিৎসাধীন রয়েছেন বাকিরা। পুরুলিয়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের নাপিত পাড়ার ঘটনা।
খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ময়ূরী নন্দী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তিনি বলেন, “আপাতত নল বাহিত পানীয় জল ব্যবহার করতে বারণ করেছি। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পাইপের ফুটো সারানোর কাজ চলছে। পুরসভার মেডিক্যাল টিম পৌঁছে শিবির করে সেখানেই আক্রান্তদের চিকিৎসক পরীক্ষা করে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন।”
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দূষিত জল পান করেই আক্রান্ত হয়েছেন। পুরুলিয়া পৌরসভার নলবাহিত পানীয় জলের পাইপের ফুটো দিয়ে নোংরা জল মিশে গিয়েই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। ঘটনার পরই পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে ওই এলাকায়। জলের পাইপ মেরামতির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা গৌতম পরামানিকের ১০ বছরের মেয়ে গায়িত্রী পরামানিক মারা যায়। গৌতমবাবু নিজে বাদে পরিবারের প্রায় সবাই অসুস্থ রয়েছেন। ছেলে, ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরই প্রতিবেশী মঙ্গলা পরামানিক নামে ২২ বছরের এক বধূর মৃত্যু হয়। তাঁর ৯ মাসের ছেলে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপার কাম ভাইস প্রিন্সিপাল ডাঃ সুকোমল বিষয়ী বলেন, “আজ থেকে দেখছি আক্রান্তরা চিকিৎসার জন্য আসছেন। পুরুলিয়া শহর ও বাইরের পঞ্চাশ জন আক্রান্তের চিকিৎসা চলছে। সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাসপাতালে কেউ মারা যাননি। তবে, পুরুলিয়া শহরের দু’জন মারা গেছেন বলে জানি। বিষয়টি নিয়ে আমরা ওয়াকিবহাল।”