Diarrhea, Mejia, মেজিয়ার গ্রামে ডায়েরিয়ার প্রকোপ, এক বৃদ্ধার মৃত্যুতে আতঙ্ক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জুলাই: গঙ্গাজলঘাঁটি ব্লকের মেজিয়া শিল্পাঞ্চলের দুর্লভপুর গ্রামে ডায়েরিয়ার প্রকোপ ও এই রোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যুতে গোটা গ্রামজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। রবিবার বিকেল পর্যন্ত ৪৮ জনকে অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হয়েছে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পাশাপাশি শনিবার সকাল থেকে গ্রামে মেডিক্যাল টিম চিকিৎসাও শুরু করেছেন।

গ্রামবাসীরা জানান, শনিবার রাতে এক বৃদ্ধা মারা গেছেন। তার নাম কুচি লোহার (৬৪)। মৃতার ছেলে কাজল লোহার বলেন, শুক্রবার তার মা বমি ও পায়খানা করতে থাকেন। প্রথমে অমরকানন ও সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রাতে ফের বমি ও পায়খানা করতে থাকেন। মাঝরাতে তিনি মারা যান। ততক্ষনে গ্রামের লোহার পাড়ায় অনেকেই আক্রান্ত হয়ে পড়েন। রবিবার দুপুরের মধ্যে অমরকানন গ্রামীণ হাসপাতালে ৪৮ জনকে ভর্তি করা হয়।

স্থানীয় লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত প্রধান মানিক মন্ডল বলেন, এই পাড়ার অনেকেই টিউবওয়েলের জল পান করেন। তাছাড়া মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের পাঁচিলের গায়ে একটি বিশুদ্ধ পানীয় জলের কল বসিয়ে দিয়েছে ডিভিসি। কিছু লোক ওই পাইপলাইনের জল এনেও পান করেন। রবিবার সারাদিন মেডিক্যাল ক্যাম্প তদারকি করেন গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই ঘোষ। তিনি বলেন, ঘূর্ণাবর্তের জেরে মাসাধিক কাল টানা বৃষ্টি হচ্ছে। পাড়ার পাশেই রয়েছে একটি বড় পুকুর। সেখানে বর্ষার নোংরা জল পড়ে। সেই পুকুরেই স্নান ও প্রয়োজনীয় জল ব্যাবহার করেন বাসিন্দারা। সম্ভবত পুকুরের জল থেকেই ডায়েরিয়ার সংক্রমণ ছড়িয়েছে।

গঙ্গাজলঘাঁটি ব্লক স্বাস্থ্য আধিকারিক শর্মিলা দাস চ্যাটার্জি জয়েন্ট বিডিওকে নিয়ে গ্রামে এসে শিবিরের স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দিয়ে বলেন, বাড়ি বাড়ি ওআরএস দেওয়া হয়েছে। পুকুর, টিউবওয়েলের জল শোধনের ব্যবস্থা করার কাজ চলছে। এই প্রক্রিয়া আগামী ৩ দিন চলবে। পঞ্চায়েতের সহযোগিতায় মাইকিং করে সচেতনতা প্রচার শুরু করেছেন বলেও তিনি জানান। তিনি বলেন, জলবাহিত কারণেই এটা হয়েছে বলে প্রাথমিক ধারণা। তবে পুকুর টিউবওয়েলের জলের নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে। পরিস্থিতি আয়ত্বের মধ্যেই রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *