অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ অক্টোবর: কলকাতা নাইট রাইডার্সদের হারিয়ে ১৪ তম আইপিএলের খেতাব মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস জেতার পর গোপীবল্লভপুরে ধোনি ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস। শুক্রবার সন্ধ্যায় বিজয়া দশমীর রাতে বিষাদের মধ্যেও চেন্নাইয়ের জয়ের পর গোপীবল্লভপুরের বিভিন্ন জায়গায় বাজি পটকার শব্দ শুনতে পাওয়া যায়। পাশাপাশি শনিবার সকালে গোপীবল্লভপুর বাজারে একটি বিজয় শোভাযাত্রা বের করেন চেন্নাই সুপার কিংসের সমর্থকরা।
উল্লেখ্য, শুক্রবার ছিল ১৪ তম আইপিএলের ফাইনাল ম্যাচ। এদিন ফাইনালে মুখোমুখি হয় শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। স্বভাবতই এদিন দুই দলের সমর্থকদের মধ্যে খেলা শুরুর আগে থেকেই টান টান উত্তেজনা ছিল। খেলার প্রথমে চেন্নাই সুপার কিংস ব্যাট করতে নেমে তিন উইকেটে কলকাতা নাইট রাইডার্সদের কাছে ১৯২ রান করে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা দেয়। কিন্তু কেকেআরের খেলোয়াড়রা ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৬৫ রানের বেশি করতে পারেনি। স্বভাবতই ২৭ রানে হার হয় কেকেআরের। আর তার পর গোপীবল্লভপুর সহ বিভিন্ন জায়গায় ধোনি সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়েছে।