টসে জিতে ফিল্ডিং’য়ের সিদ্ধান্ত ধোনির

আমাদের ভারত, ২৯ অক্টোবর: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস। চেন্নাই অধিনায়ক  মহেন্দ্র সিং ধোনি বলেন, আমরা প্রথমে বোলিং করবো।  শিশির একটা ফ্যাক্টর হতে পারে। প্র‍্যাকটিস করার সময় দেখেছি মাঠে শিশির পড়ছে। তাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিই। শেষে ব্যাটিং করলে পিচে সুবিধা পাওয়া যাবে। দলে তিনটে পরিবর্তন আনা হয়েছে দুপ্লেসি, তাহির ও মনুর জায়গায় দলে এসেছে ওয়াটসন, লুঙ্গি ও স্যাম কারেন।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মর্গ্যান বলেন, দলে একটা পরিবর্তন আনা হয়েছে। দলে এসেছে রিঙ্কু সিং। প্রসিদ্ধ কৃষ্ণকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু আন্দ্রে রাসেল এখনো ফিট নয় তাই এদিনও তাকে দলে পাওয়া যায়নি। আমরা চড়াই-উতরাই এর মধ্যে দিয়ে চলেছি। আজ আমরা চেন্নাই এর বিরুদ্ধে সেরা একাদশ নামিয়েছি। আমি এবং দলের কোচ ব্র‍্যান্ডন মানুষের মনের অবস্থা বুঝতে পারছি। প্রত্যেকেই নিজেকে উজাড় করে দিতে আজ প্রস্তুত আছে।

দিল্লি ও হায়দরাবাদ ম্যাচের দিন পিচের যে চরিত্র ছিল এদিনও সেই পিচ থাকছে। পিচের একদিকে ঘাস আছে অন্যদিক অবশ্য ফাঁকা। উইকেট কিন্তু খারাপ ব্যাটসম্যান ও বোলারদের দুজনের পক্ষেই সহায়ক এমনটাই বলছে পিচ বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *