পরলোকে বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত সাধক ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ মে: বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার নক্ষত্র পতন। বিশিষ্ট সঙ্গীত সাধক ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজ সকাল ছ’টায় বাঁকুড়া শহরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৩। বিষ্ণুপুর ঘরানার ধ্রপদী রাগের যোগ্য উত্তরসূরী হিসাবে ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিশেষ খ্যাতি অর্জন করেন।

ছাত্রাবস্থা থেকেই তাঁর উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি আকর্ষন ছিল। বাঁকুড়া শহরের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রাজেন্দ্র নাথ দত্তের কাছে তালিম শুরু করেন। পরবর্তী কালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে ও বিষ্ণুপুর ঘরানার প্রবাদ পুরুষ সত্যকিঙ্কর বন্দোপাধ্যায়ের কাছে তালিম নেন। এছাড়াও শ্রীরামকৃষ্ণ মঠের স্বামী প্রত্যয়ানন্দ মহারাজের(বিভূতি মহারাজ)কাছে বিভিন্ন রাগ রাগিনী, বন্দেশ রপ্ত করেন। বিষ্ণুপুর ঘরানার চর্চার প্রসার ঘটাতে তিনি বাঁকুড়া শহরে রামকৃষ্ণ সঙ্গীত মহাবিদ্যালয় স্থাপন করেন। এখানেই তার বহু ছাত্র ছাত্রী পরিশীলিত চর্চার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র ছাত্রীরা আসতেন তার কাছে তালিম নিতে। ১৯৮০ সালে বৃন্দাবনে সর্বভারতীয় ধ্রপদ সম্মেলনে তার সঙ্গীত গুরু সত্যকিঙ্কর বন্দোপাধ্যায়ের সাথে ধ্রপদ পরিবেশন করার সৌভাগ্য অর্জন করেন।

তাঁর মৃত্যুতে বিষ্ণুপুর ঘরানার এক নক্ষত্রের পতন ঘটলো। তার মৃত্যুতে রাজ্যের সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে আসে। আজ সকালে বাঁকুড়া লক্ষ্যাতড়া মহাশ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *