ফলকে রবীন্দ্রনাথের নাম ফেরানোর দাবিতে ধর্ণা শান্তিনিকেতনে

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৭ অক্টোবর: ফলকে রবীন্দ্রনাথের নাম ফেরানোর দাবিতে ধর্ণা হলো শান্তিনিকেতনে। শুক্রবার সকাল দশটায় ধর্ণা শুরু হয়। চলে বেলা একটা পর্যন্ত। অভিযোগ, বিশ্বভারতীর প্রাণ পুরুষ রবি ঠাকুরের নাম বাদ দেওয়া হয়েছে ফলকে।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ইউনেস্কোর ওয়ার্লড হেরিটেজের স্বীকৃতি পায় বিশ্বভারতী। তারপর ঐতিহ্যবাহী ভবনের সামনে ফলক বসায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর তাতেই সমালোচনায় মুখর হয়ে ওঠে আশ্রমিক থেকে বিদ্বজনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দেওয়া হয়েছে। বিশ্বভারতী ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে রবীন্দ্রনাথের জন্যই। চব্বিশ ঘন্টার মধ্যে ফলক বদলে রবীন্দ্রনাথের নাম সহ নতুন ফলক না বসলে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।

পুজো চলছিল, তাই তিনি কিছু বলেননি। তারপরই মন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তনী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে শান্তিনিকেতন কবিগুরু হস্তশিল্প মার্কেটের কাছে মঞ্চ করে ঘটনার প্রতিবাদ করা হয়। অবস্থান বিক্ষোভ চলে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত। উপস্থিত সকলেই রবি ঠাকুরের ছবি হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, শান্তিনিকেতন ট্রাস্টের জায়গাতে বেআইনিভাবে ফলক বসিয়েছে বিশ্বভারতী। চক্রান্ত করে সেই ফলকে রবি ঠাকুরের নাম বাদ দেওয়া হয়েছে। আদালতে বহুবার বিভিন্ন বিষয়ে ভৎর্সিত হয়েও শিক্ষা হয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের। 

বিশ্বভারতীর তৃণমূল ছাত্রপরিষদ ইউনিটের তরফে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরাও প্রতিবাদে সামিল হন। ইউনিটের নেত্রী মীনাক্ষী ভট্টাচার্য বলেন, আশ্রমের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁকে বাদ দিয়ে গৈরিক ধ্বজাধারী উপাচার্য এবং কেন্দ্র সরকারের নিহিত এজেন্ডার বিরুদ্ধে শান্তিনিকেতন কবিগুরু মার্কেটে আমাদের অবস্থান বিক্ষোভ হলো। কালও আবার হবে। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্দোলনের রূপরেখা তৈরী হবে।

এদিনের অবস্থানে সামিল হয় তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, বিশ্বভারতী তৃণমূল কংগ্রেস ইউনিট সহ সমস্ত তৃণমূল  শাখা সংগঠন। এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, গগণ সরকার, বোলপুর পুরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *