জল্পনা তুঙ্গে! শাহের সঙ্গে বৈঠক করতে আজ দিল্লি সফরে রাজ্যপাল, ফিরেই ১ মাসের জন্য যাবেন দার্জিলিং

আমাদের ভারত, ২৮ অক্টোবর: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে যোগ দিতে আজ দিল্লি সফরে রাজ্যপাল জাগদীপ ধনখড়। আগামীকাল তার শাহের সঙ্গে বৈঠক হওয়ার কথা দিল্লিতে। আবার সেখান থেকে ফিরেই ১ নভেম্বর থেকে গোটা মাস দার্জিলিং-এ কাটাবেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। পুরো নভেম্বর মাস পাহাড়ে কাটানোর এই সিদ্ধান্তেই জল্পনা তুঙ্গে উঠেছে। এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ধনখড় এদিন টুইট করে দিল্লি সফরের কথা জানান। টুইট অনুযায়ী ২৮ শে অক্টোবর বুধবার অর্থাৎ আজ তিনি দিল্লি যাবেন। ঠিক তার পরের দিন ২৯ অক্টোবর বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এই বৈঠকে ঠিক কোন বিষয়ে আলোচনা হবে তার দিকে নজর রাজনৈতিক মহলের।

এছাড়াও গোটা নভেম্বর মাস পাহাড়েই কাটাবেন রাজ্যপাল। বুধবার রাজভবনের তরফ এমনটাই জানানো হয়েছে। দীর্ঘ এক মাসের উত্তরবঙ্গ সফরের কারণ এখনো জানা যায়নি। সেখানে কোনো রকম কর্মসূচি আছে কিনা সে বিষয়ে জানানো হয়নি রাজভবনের তরফে। তবে শিলিগুড়িতে একদিন সাংবাদিক বৈঠক হবে বলে জানা গেছে। অন্যান্যবার উত্তরবঙ্গ সফরে গেলেও, এত দীর্ঘ সময় সেখানে থাকেননি রাজ্যপাল। ফলে এবার তার দীর্ঘ উত্তরবঙ্গ সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি বিমল গরুং ফিরে আসা এবং তার অবস্থান স্পষ্ট করার পর পাহাড়ের রাজনৈতিক সমীকরণ পাল্টাতে পারে। সেই সমীকরণকে পুঙ্খানুপুঙ্খ দৃষ্টিগোচরে রাখতেই রাজ্যপালের এই সফর বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *