জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: নদীর স্রোতের ধাক্কায় বুধবার ভোরে গড়বেতাতে শিলাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি ধাদিকা সেতুটি ভেঙ্গে পড়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে শীলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় সেতুর উপর দিয়ে জলস্রোত বইছিল৷ বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্রোতের চাপে হুড়মুড়িয়ে ভেঙ্গে যায় কংক্রিটের সেতুটি।

জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ আমলে গড়বেতার সঙ্গে বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকার সংযোগ স্থাপনের লক্ষ্যে কংক্রিটের এই সেতুটি তৈরি করা হয়েছিল৷ পুরনো এই সেতুটির উপর চাপ কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে পাশে নতুন একটি বড়ো ব্রিজ তৈরী করা হয়৷ নতুন ব্রিজ তৈরির সময় সংস্কার করা হয়েছিল এই পুরোনো সেতুটিরও৷ কিন্তু সংস্কার সম্পূর্ণ না হাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ছিল৷ বুধবার ভোরে সেটি হঠাৎ ভেঙ্গে যায়৷ ঘটনার সময় ওই সেতুর ওপর কোনও গাড়ি বা মানুষজন ছিল না বলে গড়বেতা থানার পুলিশ জানিয়েছে।

