আমাদের ভারত, ৫ জানুয়ারি: পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। রাজীব কুমারকে কান ধরে বের করে আনা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আর তাঁর এই বক্তব্যের পরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।
মগরাহাটে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কর্মরত এক আইএএস আধিকারিকের গাড়ি ভাঙ্গচুর করা হয়। পাশাপাশি তাকে নানা রকম হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্যের ডিজিপিকে এই ঘটনা কেন ঘটল তার কারণ জানাতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয় রাজ্য পুলিশকে। আর এই ঘটনা ঘিরে রাজ্য পুলিশ এবং বিরোধী দল বিজেপির মধ্যে তরজা তুঙ্গে ওঠে। এই প্রসঙ্গেই ডিজিপি রাজীব কুমারকে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার।
পুরুলিয়ার বান্দোয়ানে এক সভায় বক্তব্য রাখার সময় সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে নিশানা দাগেন। তাঁর মতে, রাজ্যে ক্রমবর্ধমান হিংসার জন্য অবশ্যই দায়ী ডিজিপি। তার গাফিলতির জন্য রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা খারাপ। তাই সুকান্তবাবু দাবি করেন, এত বড় গাফিলতির জন্য রাজ্যের ডিজিপিকে কান ধরে টেনে বের করা উচিত।
জনসভা থেকে ইলেকশন কমিশনকেউ একাধিক বার্তা দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, শুধু কাগজে কলমে নির্দেশ জারি করে বসে থাকলে চলবে না। নির্বাচন কমিশনের উচিত উচ্চ পদস্থ যেসব আধিকারিক রয়েছেন পুলিশে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।
এখানেই শেষ না করে তাঁর আরও দাবি, রাজ্যে প্রশাসনিক ব্যর্থতা চলছে, আর সেই কারণে বারবার হিংসা ছড়াচ্ছে ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যাও দেখা দিচ্ছে।
তবে জঙ্গলমহলে ভোটের ফলাফল নিয়ে আশাবাদী সুকান্ত মজুমদার। তাঁর মতে, এই এলাকায় দারুন ফল করবে বিজেপি। তার মধ্যে জঙ্গলমহলে বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে। আর এই এলাকাই বিজেপি সরকারের পরবর্তী ভিত্তি হবে।

