আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ এপ্রিল:
“কেউ আইন নিজে হাতে নেবেন না, লক ডাউন মেনে চলুন পুলিশ আপনাদের পাশে আছে। কোনও সমস্যা হলে জেলার ডিএম ও এসপি’কে জানান “। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় লক ডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে এসে সাধারণ মানুষের কাছে এমন বার্তাই দিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক শ্রী বীরেন্দ্র। তিনি উত্তর দিনাজপুরে এসে রাধিকাপুর ভারত- বাংলাদেশ সীমান্ত করিডোর পরিদর্শনে যান। লকডাউন পরিস্থিতি নিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গেও আলোচনা করেন তিনি। সীমান্ত পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন, রায়গঞ্জের জেলা পুলিশ সুপার সুমিত কুমার ছাড়াও পুলিশ প্রশাসন ও বিএসএফ কর্তারা।
মঙ্গলবার লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্য পুলিশের মহা নির্দেশক শ্রী বীরেন্দ্র। রায়গঞ্জে এসে তিনি প্রথমেই পৌঁছে যান জেলার ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক করিডর রাধিকাপুর সীমান্তে। মূলত আন্তর্জাতিক এই করিডর দিয়ে লকডাউনে চলাকালীন কেউ আসা যাওয়া করছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি বিএসএফ কর্তাদের সাথেও আলোচনা করেন। তিনি বলেন, যেসব ভারতীয় কৃষকদের সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে চাষের জমি তারা যাতে নির্দিষ্ট নিয়মবিধি মেনে চাষ করতে পারেন সেজন্য জেলাশাসক এবং বিএসএফ কর্তাদের বলা হয়েছে। তবে লকডাউনে কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের উদ্দেশ্যে রাজ্য পুলিশের মহা নির্দেশক বলেন, কেউ আইনকে নিজে হাতে নেবেন না, লকডাউন মেনে চলুন। রাজ্যের পুলিশ সর্বদা মানুষের পাশে রয়েছে।