তৃণমূলের বিরুদ্ধে ইসলামের প্রচারের প্রকাশ্য অভিযোগ দেবযানী’র

আমাদের ভারত, কলকাতা, ৩ ফেব্রুয়ারি : তৃণমূল নির্দ্বিধায় ইসলামের প্রচার করছে বলে অভিযোগ করলেন রাজনৈতিক বিশ্লেষক ও সুপরিচিত কলম-লেখক দেবযানী ভট্টাচার্য। নেটনাগরিকদের অনেকেই সমর্থন জানিয়ে মন্তব্য করছেন সামাজিক মাধ্যমে।

দেবযানী লিখেছেন, ”পিএফআই’এর লোকগুলো একটু ব্যাকফুটে রয়েছে, সিপিএম সরাসরি সোরোস লবির সঙ্গে হাত মিলিয়ে ভারতে মোদীকে সরানোর প্রয়াসে ব্যস্ত, তাই এই কাজের দায়ভার এখন সরাসরি তৃণমূলের নেতানেত্রী তথা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। এ রাজ্যের মানুষের “হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা” থাকবে, নাকি অন্তরাত্মার মধ্যে মিশে থাকবে কাশী, মথুরা, বৃন্দাবন ও তেত্রিশ কোটি দেবতীর্থ?

অন্যদিকে কলকাতা বইমেলায় পশ্চিমবঙ্গ সরকারের শিশুদের স্টলেও ইসলাম প্রচারিত হচ্ছে। নিম্নলিখিত গানটির সঙ্গে শিশুরা সেখানে নৃত্য পরিবেশন করছে:

“মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে
নবীজির ভরসা রেখে চলনা কলমা পড়ে।
নাম নেবো মোহাম্মদের..
কেটে যাবে ভয় বিপদের
সবার মাঝে তিনি বিরাজ করেন রে …”

পশ্চিমবঙ্গ ইসলাম প্রচার করার প্রদেশ নয় কারণ এই রাজ্য ইতিমধ্যে বিভাজিত হয়েছে এবং বিভাজনোত্তর ভারতে ইসলাম প্রচারের জায়গাটি এ রাজ্য নয়, বাংলাদেশ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল যদি এ রাজ্যের হিন্দু ডেমোগ্রাফিটি বজায় রাখার দাবি যথাযথভাবে তুলতে না পারে বা না তোলে তাহলে কে আর তা তুলবে?

মনে রাখতে হবে যে বাকি ভারত আর পশ্চিমবঙ্গ ও পঞ্জাবকে এক মাপকাঠিতে মাপলে চলবে না। এই দুই রাজ্য ভৌগোলিক বিভাজনের পর সৃষ্ট। এই দুই রাজ্যের অরিজিনাল পার্টিশন পরবর্তী ডেমোগ্রাফিটি যে কোনও উপায়ে বজায় রাখতে হবে। শেষে আর একবার বলি, ইসলাম প্রচারের জায়গা পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলটিকে আউট অব দ্য বক্স ভাবতে শিখতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *