কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ নভেম্বর :
১৬ বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাইতে বড় মা নামে কালী মায়ের মন্দির তৈরি হয়। এই ধরনের প্রতিমা ভারতবর্ষের মধ্যে আর কোথাও নেই বলে মন্দির কর্তৃপক্ষের দাবি। ধীরে ধীরে মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। এখন প্রচুর ভক্ত ভীড় জমান এই মন্দিরে।
মন্দিরের নিয়ম বলতে কিছু নেই। সকাল থেকে রাত ৮ পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দিরে একটি বৈশিষ্ট্য সবাই নিজে হাতে পুজো করতে পারেন। পুরোহিত শুধুমাত্র অমাবস্যা ও পুর্ণিমার দিন পুজো করে থাকেন। কালীপুজোর দিন প্রচুর মানুষের সমাগম হয় এবং ছাগ বলি হয়। পরের দিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বড় মা কালী মায়ের কাছে মনের বাসনা ভক্তি ভরে জানালে পুর্ণ হয় বলে জানা যায়।