নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য ব্যারাকপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করল রাজ্য বিজেপি। শনিবার মেইল করে কলকাতা পুলিশের সাইবার বিভাগে অভিযোগ জানান যুবমোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদার।
প্রসঙ্গত, রবিবার দেশের প্রধানমন্ত্রী করোনা যুদ্ধে জয়লাভ করার জন্য রাত ন’টায় আলো জ্বালবার কথা বলেছেন। প্রত্যেককে রবিবার রাত ন’টায় নয় মিনিট ধরে মোমবাতি, টর্চ বা মোবাইলের আলো জ্বালিয়ে করোনার লড়াইয়ে সংকল্প নেবার কথা বলেছেন। আর মোদীর এমন বক্তব্যের পরেই দেশজুড়ে বিরোধীরা তাঁর সমালোচনায় নেমে পড়েছেন। বিরোধীদের সমালোচনার মধ্যেই রাজ্যের অন্যতম লেখক শীর্ষেন্দু মুখার্জির কন্যা দেবলীনা মুখার্জি প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচি কর মন্তব্য করেছেন। তিনি সোস্যাল মিডিয়ায় বলেছেন, প্রধানমন্ত্রীর দাঁড়িতে আগুন লাগিয়ে দিতে। বিশিষ্ট লেখকের কন্যার এমন মন্তব্যের পরেই যুবমোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদার ব্যারাকপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।