পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: উন্নয়নের এখন নতুন মানে তৈরি হয়েছে। উন্নয়ন এখন রাস্তার ধূলায় গড়াগড়ি খাচ্ছে, আর সেই রাস্তা একবার উঠছে একবার নামছে। দাঁতনে কালীপুজোর উদ্বোধনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের আলীকষা এলাকায় সর্বজনীন কালীপুজোর উদ্বোধন করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আলীকষা এলাকায় অবুঝ সঙ্ঘের সর্বজনীন কালিপুজোর উদ্বোধন করেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাকরি এবং উন্নয়ন নিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারকে।
রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “উন্নয়ন রাস্তার ধুলায় লুটাইয়া পড়িয়াছে এবং সেই রাস্তা সমুদ্রের ঢেউয়ের মতো চলিয়া যাইতেছে। রাস্তা একবার নামছে একবার উঠছে, মনে হচ্ছে যেন সমুদের ঢেউয়ের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। এর মানে যদি উন্নয়ন হয় তা হলে উন্নয়ন শব্দের নতুন মানে বাংলা ডিকসনারিতে এসে গেছে।
বাংলায় চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই সব বাংলায় কোনও শিল্প নেই। হাজার হাজার ছোটখাট শিল্পও বন্ধ হয়ে গেছে। বড় শিল্পও বন্ধ হয়ে গেছে। যেটুকু চাকরি ছিল সেতো সরকারি চাকরি। তাতে যে ধরনের দুর্নীতি হয়েছে, যেভাবে ঘুষের বদলে চাকরি হয়েছে এবং মেধা রাস্তায় দাঁড়িয়ে লুটোপুটি খাচ্ছে, তাতে এই সরকারের আমলে আর চাকরির সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, বাঙালি ভিক্ষা চায় না। এই বাঙালি ইংরেজের বিরুদ্ধে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এই বাঙালি কখনো ভিক্ষাজীবী হয়ে বাঁচতে চায় না। তাঁরা মাথা উঁচু করে বাঁচতে চায়। যারা অন্যায় করছে দুর্নীতি করছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের রাত্রিবেলা রাস্তায় ফেলে পিটিয়ে তুলে নিয়েছে, যারা দুর্নীতি করছে মা যেন তাদের বসুবুদ্ধি দেন, যদি সুবুদ্ধি না হয় তাদের শাস্তি দিন।
উপস্থিত দর্শক স্রোতাদের বিশেষ করে মহিলাদের সোনার বাংলা গড়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। ভারতী ঘোষ বলেন, মা কালী যেভাবে খড়্গ দিয়ে অসুর নিধন করেছেন, সেইভাবে মায়ের মত খড়্গ ধরে মহিষাসুর বধ করে সোনার আমরা সোনার বাংলা গড়ব।