আমাদের ভারত, ১৬ অক্টোবর: আজ উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজার হাজার মানুষের হাতে যেমন নথি নেই, তেমনি ২০১৫ সালে অসমে বন্যায় নিজেদের সব নথি হারিয়ে ফেলেছিলেন বরোদা সুন্দরী দেবীর পরিবার। আর নথি না দেখাতে পারায় কারাগারে যেতে হয়েছিল। তাদের পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা তথা সিংহবাহিনী সংগঠনের প্রতিষ্ঠাতা দেবদত্ত মাজি।
যখনই কোনো হিন্দু পরিবার অসহায় হয়ে পড়ে
দেবদত্তবাবুর কাছে এসেছেন, তাদের খালি হাতে ফিরতে হয়নি। সেরকম ভাবেই বরোদা সুন্দরীদেবীর পরিবারের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন দেবদত্ত মাজি। ২০১৫ সালে অসমে ভয়াবহ বন্যা হয়। আর সেই সময় বরোদা সুন্দরীদেবীর বয়স ছিল ৯৫ বছর। তার সব কিছুই হারিয়ে যায়। বন্যায় ভেসে যায় তার বাড়ি। সেই সময় তার ছেলে, গর্ভবতী পুত্রবধূ এবং নাতনীর কোনো নথি না থাকায় তৎকালীন কংগ্রেস সরকার তাদের কারাগারে আটক করেছিল।
আজ আর বরোদা সুন্দরী দেবী নেই। সেই সময় অসহায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন দেবদত্ত মাজি। তাদের হয়ে তিনি আদালতে মামলা লড়েছিলেন। তার জন্যেই ওই পরিবার জেল থেকে মুক্তি পায়।
এই বৃদ্ধার কষ্টের নিবারণ করতে পেরে তৃপ্ত হয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুরো ঘটনা তুলে ধরেছেন দেবদত্তবাবু। তিনি জানিয়েছেন, বরোদা দেবী আজ আর আমাদের মধ্যে না থাকলেও তাঁর স্মৃতি অমলিন হয়ে আছে দেবদত্তবাবুর হৃদয়ে।

