আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: মা দুর্গার আগমনী ধ্বনির মাঝে ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করল এক তরুণী। এক সময় তার পূর্ব পুরুষ হিন্দু ছিল। ফলে তার স্বধর্মে ফেরা বা ঘরওয়াপসি হওয়া হলো উমার বাপের বাড়ি আসার মুহূর্তে। এই পদক্ষেপ করতে তাকে সাহায্য করলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।
হিন্দু ধর্মের মর্যাদা রক্ষার লড়াইয়ে সামিল বাবাই চন্দ্রের উদ্যোগে ওই তরুণী হিন্দু ধর্মে ফিরেছে। দেবদত্ত মাজি আনুষ্ঠানিক ভাবে অর্থাৎ পুজো পাঠের যাবতীয় ব্যবস্থা করে তাকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনার ব্যবস্থা নেন বলে জানাগেছে।
এরপর কোর্টে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে ও সংবাদ পত্রে এই তথ্য প্রকাশ করার দায়িত্ব নিয়েছেন আইনজীবী গোপাল মন্ডল।
জানাগেছে, ওই তরুণীকে হিন্দু ধর্মে ফিরতে সাহায্যকারী বাবাই চন্দ্র তার এক হিন্দু ছেলের সঙ্গে বিবাহের ব্যবস্থাও করেছেন। অক্টোবর মাসে একটা ভালো দিন দেখে বিবাহে ইচ্ছা প্রকাশ করা এক হিন্দুত্ববাদী তরুণের সঙ্গে ওই তরুণীর বিয়ে দেওয়া হবে।

