পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৪ মার্চ: কেশিয়াড়ির হাতিগেড়িয়া জঙ্গলে ফের বিধ্বংসী আগুন। আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুনের ভয়াবহতায় আতঙ্কিত জঙ্গল লাগোয়া গ্রামের মানুষজন।
এই ভয়াবহ দৃশ্য কেশিয়াড়ির হাতিগেড়িয়া জঙ্গলে। এই জঙ্গলে কোনওভাবে আগুন লেগে যায়, মুহূর্তে সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। খবর পেয়ে ছুটে যান বনদফতরের কর্মীরা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তারা গাছের ডালপালা ভেঙ্গে আগুনে আঘাত করে নেভানোর চেষ্টা করেন। এছাড়া শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর কাজ চালান। স্থানীয়রা জানাচ্ছেন পাশেই তাদের বসবাস। ফলে যে কোনও মুহূর্তে তাদের ঘরেও আগুন লাগতে পারে তাই মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছে।