আমাদের ভারত, ব্যারাকপুর, ১ মার্চ: ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মেঘনা জুটমিলে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মিল চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা।
সূত্রের খবর, আজ মিল চলা কালীন সকাল ৯.৩০ নাগাদ মেঘনা জুটমিলের স্যাকিং ওয়েভ বিভাগে আচমকাই আগুন লেগে যায়। মিলের এই বিভাগে প্রচুর কাঁচা মাল হিসেবে পাট মজুত ছিল। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো মিল চত্বরে।
প্রথমে মিলে কর্মরত শ্রমিকরাই আগুন দেখতে পান এবং আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু সহজ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে মিলের অন্যান্য বিভাগে।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করতে থাকে কিন্তু তা নিয়ন্ত্রনে না আসলে আরো একটি ইঞ্জিন আসে এবং যুদ্ধ কালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে। তবে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পাটের মধ্যে ধিকি ধিকি করে আগুন জ্বলতে থাকে। সেই সঙ্গে গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। যার ফলে আগুন নেভানোর সময় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এর পাশাপাশি ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। তারা ভিড় সামাল দেওয়ার কাজ করেন।
এই গোটা ঘটনা সম্পর্কে মিল কর্তৃপক্ষ বলেন,
“শ্রমিকরা কাজ করছিলেন তখন হঠাৎ করেই মেশনে আগুন লাগে। আর দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে কেনো আগুন লাগল সেটা বোঝা যাচ্ছে না। এই আগুনের ফলে আমাদের মিলের অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু তার পরিমাণ এখনই নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না। অনেক টাকার পাট পুড়ে গেছে।”