আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ মে: হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ভোটগ্রহণ কেন্দ্র। আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙ্গে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি।
স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বেগে হাওয়া বইতে থাকে। ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মত দৌড়ে পালান। কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেয়। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।