পাল্টা জবাবে পাক বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, প্রকাশ্যে এল ভিডিও

আমাদের ভারত, ১৪ নভেম্বর: দীপাবলীর দিন জয়সালমীরে সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে চিন ও পাকিস্তানকে আবার একবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্ত থেকে ফের গর্জে তিনি বলেছেন, “আমাদের যদি কেউ রক্তচক্ষু দেখায় তাহলে দেশের সেনা তাদের যোগ্য জবাব দেয়।” শুক্রবার উরি থেকে গুরেজ সেক্টর পর্যন্ত পাকসেনা গুলি চালানোর পর, সেই কাজটাই করেছে ভারতীয় সেনা। এবার প্রকাশ্যে এলো সেই ভিডিও।

শুক্রবার পাক সেনার হামলায় বিএসএফের এক অফিসার সহ ৫ জওয়ান শহীদ হয়েছেন। এছাড়াও ৬ সাধারন গ্রামবাসীর প্রাণ গেছে পাক হামলায়। কিন্তু পাল্টা জবাবে তিন পাক কমান্ডার সহ ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ পাক জওয়ান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে লাইন অফ কন্ট্রোলে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। সাধারণ মানুষকে নিশানা করেছিল তারা। জানা গেছে কেরন সেক্টরে কিছু জঙ্গির গতিবিধি লক্ষ্য করে সীমান্ত বাহিনী। তাদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয় তারা। আর তাতেই গোলা গুলি চালাতে শুরু করে পাকসেনা।

পাক সেনার হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। উরি, নওগাঁও, তংঘর, কেরন, বারামুল্লা, কুপওয়ারা, বান্দিপুরা থেকে গোলা বর্ষণ করে এলওসির ওপারে থাকা একের পর এক পাক বাঙ্কার গুলি উড়িয়ে দিয়েছে ভারতীয় জওয়ানরা। সেনা সেই বাঙ্কার উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *