নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১১ জানুয়ারি:
শঙ্কুদেব পান্ডাতে আপত্তি থাকলেও তাঁকে নিয়েই শেষ পর্যন্ত মিছিল করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি। সোমবার গোলপার্ক থেকে দক্ষিণ কলকাতা জেলা কমিটির মিছিলে অবশেষে বিজেপি রাজনীতিতে সক্রিয় হলেন কলকাতার প্রাক্তন মেয়র। অবশ্যই তাঁর বান্ধবী বৈশাখী ব্যানার্জিকে নিয়েই বিধানসভা ভোটের আগে বিজেপির হয়ে রাজনীতিতে সক্রিয় হলেন।
গোলপার্ক থেকে মিছিল শুরুর আগে দক্ষিণ কলকাতার নিচুতলার বিজেপি কর্মীদের মধ্যে আশঙ্কা ছিল শেষ পর্যন্ত শোভন চ্যাটার্জি আসবেন তো! অপেক্ষার পর শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি দেখা মাত্রই হাফ ছেড়ে বাঁচেন বিজেপি কর্মীরা। কলকাতা জেলা কমিটির কো কনভেনার শঙ্কুদেব পান্ডাকে নিয়েই জিপে ওঠেন শোভন চট্টোপাধ্যায়। মিছিল শুরু হতেই বৈশাখী ব্যানার্জি ভারত মাতা কি জয় বলতে শুরু করেন। বিজেপি জিন্দাবাদ বলেও সুর তোলেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী। সেই সময় শঙ্কুদেব পান্ডা কর্মীদের উজ্জীবিত করছিলেন। প্রসঙ্গত, কলকাতা জেলা কমিটিতে শঙ্কুদেব পান্ডার আগমন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বৈশাখী ব্যানার্জি। তার সঙ্গে রাজনীতির ময়দানে থাকা সম্ভব নয় বলেও কেন্দ্রীয় নেতাদের জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় নেতাদের কড়া অবস্থানে অবশেষে পিছু হটেন শোভন বৈশাখী জুটি।
মিছিল সেলিমপুর পৌঁছবার পর সেখানে কলকাতার প্রাক্তন মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার পর শোভন চট্টোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কিন্তুু উঁচু স্বরে তৃণমূল বিরোধী সুর না তোলায় অনেক বিজেপি কর্মী ক্ষুব্ধ হয়েছেন। তবে তাদের একটাই প্রাপ্তি শেষ পর্যন্ত বিজেপির হয়ে সক্রিয় রাজনীতিতে নামলেন শোভন চট্টোপাধ্যায়।