আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ জানুয়ারি: ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে গত তিন সপ্তাহে হাতির হানায় মৃত্যু হয়েছে আটজনের। তারপরেও হুঁশ নেই গ্রামবাসীদের। বুনোহাতির সঙ্গে সেলফি তোলার হুড়োহুড়ি এবং হাতিকে উত্ত্যক্ত করতে গিয়ে মৃত্যু হয়েছে কয়েকজন গ্রামবাসীর।
শুধু সেলফি তোলাই নয়, রেসিডেন্সিয়াল হাতিগুলির একেবারে কাছে গিয়ে তাদের লেজ ধরে টানাটানি করার দৃশ্যও দেখা গেছে। বনদপ্তরের সর্তকতা স্বত্তেও বেপরোয়াভাবে হাতির ওপর ইটপাটকেল ছুড়ছে এলাকার যুবকরা। মঙ্গলবার জামবনিতে কয়েকজন যুবকের একটি বুনো হাতির লেজ ধরে টানাটানি করার ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর নড়েচড়ে বসেছে বনদপ্তর। ঝাড়গ্রাম বিভাগের ডিএফও বাসবরাজ হোলেইচি জানিয়েছেন, হাতিগুলোকে কোনওভাবে উত্তপ্ত করতে নিষেধ করা সত্ত্বেও কিছু এলাকার মানুষ বনদপ্তরের সর্তকতা মানছেন না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় রেঞ্জারদের নির্দেশ দেওয়া হয়েছে।