পাহাড়ে বসেও পশ্চিমবঙ্গের পুলিশ, প্রশাসন নিয়ে টুইট বাণ অব্যাহত রাজ্যপালের

রাজেন রায়, কলকাতা, ৯ নভেম্বর: কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। রাজ্যের বিরোধী রাজনীতিতে পরোক্ষভাবে হলেও ভূমিকা রয়েছে রাজ্যে সাংবিধানিক প্রধানের এমন দাবি করেছে শাসক দলের নেতৃত্ব। পাহাড়ের রাজনৈতিক সমীকরণ সংশোধন করতে গেলেও কোনওভাবেই যাতে নবান্নের ওপর রাজভবনের চাপ কমে না যায়, তার জন্য পাহাড়ে বসেই ফের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন নিয়ে টুইট করলেন রাজ্যপাল।

সোমবার টুইট করে রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ফের উষ্মাপ্রকাশ করলেন রাজ্যপাল। সোমবার সকালে পরপর বেশ কয়েকটি টুইট করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করা ওই টুইটে আবারও রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন।

এদিনের টুইটে তাঁর ফের অভিযোগ, আইনের ধ্বজাধারীরাই বর্তমানে রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে। প্রত্যেকের রাজনৈতিকভাবে নিরপেক্ষতা থাকা উচিত।

দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কখনও প্রশাসনিক আবার কখনও বা শিক্ষাক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ, কখনও বা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও দাবি করেছেন। রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পাহাড়ে যাওয়ার ঠিক আগে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাহাড় সফরে আসার পথে শিলিগুড়িতেও আইনশৃঙ্খলা প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছেন ধনকর। এত কিছুর পরেও ফের একবার টুইটে রাজ্যকে খোঁচা দিলেন সাংবিধানিক প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *